বাংলাদেশ
প্রশ্ন : ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার ৯% কার্যকর হয় কবে?
উত্তর : ১ এপ্রিল ২০২০।
প্রশ্ন :বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১১ মে ২০২০।
প্রশ্ন : অধ্যাপক আনিসুজ্জামানের আত্মম্মৃতি বা আত্মজীবনীমূলক গ্রন্থগুলাের নাম কী?
উত্তর : আমার একাত্তর (১৯৯৭), কাল নিরবধি (২০০৩) ও বিপুলা পৃথিবী (২০১৫)।
প্রশ্ন : অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ১৪ মে ২০২০।
প্রশ্ন : United Nations Public Service Award 2020 লাভ করেন বাংলাদেশের কোন মন্ত্রণালয়?
উত্তর : ভূমি মন্ত্রণালয়।
প্রশ্ন : বর্তমানে দেশে কতটি সরকারী কলেজ রয়েছে?
উত্তর : ৬২৯টি; এর মধ্যে ৩০২টি নতুন জাতীয়করণকৃত।
প্রশ্ন : দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নাম কী?
উত্তর : মন্ত্রিসভা।
প্রশ্ন :বাংলা খেয়ালের প্রবর্তক কে?
উত্তর : আজাদ রহমান।
প্রশ্ন : বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি?
উত্তর : ৩৫টি।
প্রশ্ন :২০১৯ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন, দ্বিতীয় যুক্তরাজ্য ।
প্রশ্ন :বাংলাদেশ চীনে কতটি পণ্যে শুল্ধমুক্ত সুবিধা পায়?
উত্তর : ৮,২৫৬টি।
প্রশ্ন : জাতীয় পরিসংখ্যান দিবস কবে?
উত্তর : ২৭ ফেব্রুয়ারি।
প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর : ১০৬টি।
প্রশ্ন : বর্তমানে দেশে ই্সুরেনলস কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর : ৭৯টি।
প্রশ্ন : ২৩ জুন ২০২০ কোন ইন্সুরেন্স কোম্পানি যাত্রা শুরু করে?
উত্তর : আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আন্তর্জাতিক
প্রশ্ন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয় কবে?
উত্তর : ১ জুলাই ২০২০।
প্রশ্ন : করােনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে তার নাম কী?
উত্তর : Operation Warp Speed
প্রশ্ন : শিশুশ্ম নিরসনে আন্তর্জাতিক বর্ষ (International Year for the Elimination of Child Labour) পালিত হবে কোন সাল?
উত্তর : ২০২১ সাল।
প্রশ্ন :বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সুপারিশ অনুযায়ী, প্রতি চিকিৎসকের বিপরীতে কতজন
করে মেডিকেল টেকনােলজিস্ট থাকা উচিত?
উত্তর : ৫ জন।
প্রশ্ন :সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত জুম (Zoom) কী?
উত্তর : ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ। জুম মিটিংস অ্যাপের ফ্রি ভার্সনে সর্বোচ্চ ৪০ মিনিট ও ১০০ জন একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারবেন।
প্রশ্ন : Black Lives Matter (BLM) কী?
উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।
প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উত্তর : ভােলকান বােজকার (তুরস্ক)।
প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : ১ ফেব্রুয়ারি ২০২০ উপসাগরীয় সহযােগী সংস্থা (GCC)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : মােবারক আল হাজরাফ (কুয়েত)।
প্রশ্ন : সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
সংস্থা-সংগঠন
প্রশ্ন: African, Caribbean and Pacific Group of States (ACP)-এর বর্তমান নাম কী?
উত্তর : Organisation of African, Caribbean and Pacific States
(OACPS); ৫ এপ্রিল ২০২০ নতুন নামকরণ করা হয়।
প্রশ্ন :OACPS'র বর্তমান সদস্য দেশ কত?
উত্তর : ৭৯টি।
প্রশ্ন :OACPS'র সদর দপ্তর কোথায়?
উত্তর ব্রাসেলস, বেলজিয়াম।
প্রশ্ন : ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ISESCO) বর্তমান নাম কী?
উত্তর : ইসলামী বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ISESCO); ৩০ জানুয়ারি ২০২০ নতুন নামকরণ করা হয়।
প্রশ্ন : ISESCO'র পূর্ণরূপ কী? .
উত্তর : Islamic World Education, Scientific and Cultural Organization.
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম গােলদাতা কে?
উত্তর : এনায়েতুর রহমান; ২৬ জুলাই ১৯৭৩, বিপক্ষ থাইল্যান্ড।
প্রশ্ন : ২০২১ সালে পিছিয়ে যাওয়া প্যারালিম্পিক গেমসের নতুন সময়সূচি কী?
উত্তর : ২৪ আগস্ট-৫ সেপ্টেম্বর ২০২১।