Sunday, June 21, 2020

বাঘিনি - শঙ্করলাল ভট্টাচার্য PDF Download



Download  | Read the book

আজ সকালে কাগজে ছােট্ট একটা খবর পড়ে মনটা বড্ দমে আছে। শহরের
কযেকটা বাড়িকে শনাক্ত করা হয়েছে বিপজনক বলে। খুব শিগগির সেগুলাে
ভেঙে ফেলবে কর্পোরেশন। এমন খবরে আমার দমে যাওয়ার কোনাে কারণ
থাকতে পারে না। দমে গেলাম বিশেষ একটা বাক্যে, যেখানে বলছে, ভাঙার
জন্য শনাক্ত করা বাড়িগুলাের মধ্যে ১৪ নম্বর মিন্টো রাের ক্লাসিক্যাল
স্থাপত্যের বাড়িটিও, যেখানে এককালে বাস করেছিল আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন নর্তকী লাশিয়াস লােলা যার আসল নাম লােরেন সুইন্টন, যেখানে তাঁর কৈশােরে প্রায়শ আসতেন পরবর্তীকালে হলিউডের বিশ্রুত
নায়িকা মার্ল ওবেরন, আর যে বাড়িতে মাথায় গুলি করে আত্মহত্যা
করেছিলেন বিখ্যাত ব্যাঘ্র শিকারি টম ফিলপট।
খবরটা পড়ার পর কিছুক্ষণ স্বাস চেয়ে বসেছিলাম। মনে পড়ছিল বাল্যের
সেইসব দিন, যখন সন্ধ্যে নামলে কাতর দৃষ্টিতে চেয়ে থাকতাম ওই বাড়ির
ছাদের দিকে, ভূত দেখব বলে। পাড়ার লােকের মুখেই শুনতাম সন্ধ্যেকালে
১৪ নম্বরের ছাদে ভূত নামে। দূর দূর থেকে আগুনের গােলা দেখা যায়,
দৌড়ােচ্ছে ছাদের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। আশপাশ থেকে শােনা যায় কান্না কি গােঙানির শব্দ। কথা নেই, বার্তা নেই, ছাদ থেকে রাস্তায় নেমে আসে গলায় ফাঁস দেওয়ার দড়ি। পথ চলতে যে তা দেখে, তারই নাকি সাধ হয় ওই
ফাঁসের গেরাে গলায় পরার। রঞ্জু পােপা নাকি গাঁজায় চুর হয়ে একবার গলায়
গলিয়েও ফেলেছিল ওই ফাঁস; তারপর হঠাৎ সংবিৎ ফিরে পেয়ে সে কী কান্না
ওর। ও দিকে সামনে হ্যাঁচকা টান শূন্য থেকে। কেউ যেন ছাদ থেকে টান
মেরে জমি থেকে উপড়ে নিচ্ছে দশাসই মানুষটাকে।
মনে পড়ল পাগলি রেচেল পার্টনকে, যাকে ভালােবাসতেন শিকারি ফিলপট।
ফিলপটেরই উপহার করা বাঘছালে মােড়া আর্মচেয়ারে বসে সারাক্ষণ
বিড়বিড়, বিড়বিড় করত রেচেল। যখন স্কুলের উঁচু ক্লাসে পড়ি, টের পেলাম
মহিলা ফিলপটের মিস্ট্রেস। শােনামাত্র জিব কেটেছিলামসে কী, অতবড়াে
শিকারি শেষে একটা পাগলির পাল্লায় পড়ল! তখন বন্ধু স্জীব খেকিযে উঠল,
পাগলি তাে কী হযেছে? মেযেটার কী চেহারা দেখেছিস কখনাে? তাের ওই সুচিত্রা সেন-ফেন ঘেঁষতে পারবে না। সাক্ষাৎ সােফিয়া লােরেন। অগত্যা
আমতা আমতা করে বললাম, তা হলে ও-ই বা বুড়াে ফিলপটকে বাছল কেন?
সঞ্জীব বলল, টাকা। আবার কী?
বললাম, ও তাে পাগলি, ওর কি টাকার ভাবনা আছে?
সঞ্জীব ফুঁসে উঠল, নেই আবার! ওর গায়ের গয়নাগুলাে দেখেছিস কখনাে?
হিরে বসানাে সব ওই ফিলপটের দেওয়া।
জিজ্ঞেস করলাম, ফিলপটের বউ নেই?



Disqus Comments