বাংলা
- কবর (১৯৫৩) নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী।
- বাংলায় টিএস ইলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
- অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয়ােল্লাস।
- সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পূর্ব-পশ্চিম উপন্যাসটির মূল আলােচ্য বিষয় ১৯৪৭ সালের দেশ বিভাগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
- প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তাের কারণে- গানটির গীতিকার শেখ ওয়াহিদ।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
- জজ সাহেব যে সমাসের উদাহরণ- কর্মধারয়।
- পরশ্ব' শব্দটির অর্থ- পরশু।
- 'চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি' ও 'বনি আদম উপন্যাসগুলাের রচয়িতা শওকত ওসমান।
- 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতাটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ।
- এন্টনি ফিরিঙ্গি মূলত যে জন্য বিখ্যাত ছিলেন- কবিগানের রচয়িতা হিসেবে।
- প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ।
- 'এ যে আমাদের চেনা লােক'-বাক্যে 'চেনা শব্দটি- বিশেষণ পদ।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ-৮টি।
- রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে।
- কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান মহাকাব্যের ঐতিহাসিক পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)।
- ধর্ম সাধারণ লােকের সংস্কৃতি, আর সংস্কৃতি
- শিক্ষিত মার্জিত লােকের ধর্ম' বাক্যটির রচয়িতা- মােতাহের হােসেন চৌধুরী।
- কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম- দীনেশরঞ্জন দাশ।
- Custom শব্দের পরিভাষা- প্রথা
- মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় যে ছন্দে- স্বরবৃত্ত।
- গােরক্ষ বিজয়' কাব্য যে ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা- নাথধর্ম।
- শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে যে রস বলেমধুর রস।
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লহর অন্যতম গ্রন্থ বাংলা সাহিত্যের কথা।
- চন্দরা' চরিত্রটি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি' গল্পে।
- দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম।
- সন্ধ্যা ভাষা যে সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত- চর্যাপদ।
- সদ্যোজাত শব্দের সন্ধিবিচ্ছেদ -সদ্যঃ + জাত।
- গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত নাট্যগীতি।
- দীনবন্ধু মিত্রের নীলদৰ্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
- কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত কালাে বরফ' উপন্যাসের বিষয়বস্তু- ১৯৪৭ সালের দেশভাগ।
- বাংলা সাহিত্যে 'সাহিত্যসম্রাট' হিসেবে পরিচিত- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
English
- We must not be late, else we will miss the trains.' This is a- compound senteńce.
- Verb of 'Number is-Enumerate.
- In English grammar,- deals with formation of sentences. – Syntax.
- The correct passive form of 'You must shut these doors.' is-These doors must be shut.
- The film was directed in the director's usual– style.– idiosyncratic.
- Harm : Damage' is the pair of words like– Injure : Incapacitate.
- In the 18th Century the Mughal Empire began to-.–-disintegrate.
- Being fat does not necessarily kill you, but it- the risk that you will suffer from nasty diseases. -increases.
- Education is enlightening. Here 'enlightening' is-A participle.
- The word 'omnivorous' means- eating all types of food.
- He worked with all sincerity. The underlined phrase is a/an-adverbial phrase.
Literature
- Othello is a Shakespeare's play about-A Moor.
- The play 'Arms and the Man' is written by-George Bernard Shaw.
- Riders to the Sea is-a one-act play.
- David Copperfield is a/an- novel. -Victorian.
- Shakespeare's Measure for Measure' is a successful-. – comedy.
- The Romantic Age in English literature began with the publication of-Preface to Lyrical Ballads.
- "The Sun Also Rises' is a novel written by-Ernest Hemingway.
- Restoration Period in English literature refers to-1660.
- Biographia Literaria was written by-S.T. Coleridge.
- The repetition of consonant sounds at the beginning of words is known as-Alliteration.
- The play 'Volpone' is written by-Ben Jonson.
- "Gerontion' is a poem by– T.S. Eliot.
Synonyms
- Precarious– Insecure
- Castigate- Punish
- Aneedote- Story
- Exonerate- Acquit
- Perturb- Worry
- Incredulous- Unreliable
- Assiduity- Steadfastness
- Obstinate- Stubborn
- Impermeable- Impenetrable.
Antonyms
- - Pure- Adulterated
- Equivocal-Unambiguous
- Embargo-Allow
- Dormant- Dynamic
- Vertex- Trough
- Exonerate-Convict
- Protract- Curtail
- Enthusiasm- Indifference.
Idioms and Phrases
- In black and white- In writing
- Carry the day- To be victorious
- Prima facie -At the first sight
- Break the ice-Make someone feel comfortable.
Spellings
- Dauber, Haughty, Beachcomber,
- Decisive, Ceaseless, Chauffeur,
- Apprentice, Guillotine, Humorous,
- Equanimity, Hindrance.
Translation
- তাঁর কোনাে জোরালাে রাজনৈতিক আদর্শ - He has no political axe to grind.
- তাহারা আসিতে রাজী হইল না- They refused to come.
- সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল- He found himself at his wit's end.
- টাকায় টাকা আনে- Money begets money.