Saturday, July 25, 2020

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি Part 1 PDF Download





  বাংলা
  1. কবর (১৯৫৩) নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী।
  2. বাংলায় টিএস ইলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
  3. অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয়ােল্লাস।
  4. সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পূর্ব-পশ্চিম উপন্যাসটির মূল আলােচ্য বিষয় ১৯৪৭ সালের দেশ বিভাগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
  5. প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তাের কারণে- গানটির গীতিকার শেখ ওয়াহিদ।
  6. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
  7. জজ সাহেব যে সমাসের উদাহরণ- কর্মধারয়। 
  8. পরশ্ব' শব্দটির অর্থ- পরশু।
  9. 'চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি' ও 'বনি আদম উপন্যাসগুলাের রচয়িতা শওকত ওসমান।
  10. 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতাটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ।
  11. এন্টনি ফিরিঙ্গি মূলত যে জন্য বিখ্যাত ছিলেন- কবিগানের রচয়িতা হিসেবে।
  12. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ।
  13. 'এ যে আমাদের চেনা লােক'-বাক্যে 'চেনা শব্দটি- বিশেষণ পদ।
  14. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ-৮টি।
  15. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে।
  16. কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান মহাকাব্যের ঐতিহাসিক পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)।

  17. ধর্ম সাধারণ লােকের সংস্কৃতি, আর সংস্কৃতি
  18. শিক্ষিত মার্জিত লােকের ধর্ম' বাক্যটির রচয়িতা- মােতাহের হােসেন চৌধুরী।
  19. কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম- দীনেশরঞ্জন দাশ।
  20. Custom শব্দের পরিভাষা- প্রথা
  21. মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় যে ছন্দে- স্বরবৃত্ত।
  22. গােরক্ষ বিজয়' কাব্য যে ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা- নাথধর্ম।
  23. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে যে রস বলেমধুর রস।
  24. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লহর অন্যতম গ্রন্থ বাংলা সাহিত্যের কথা।
  25. চন্দরা' চরিত্রটি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি' গল্পে।
  26. দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম।
  27. সন্ধ্যা ভাষা যে সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত- চর্যাপদ।
  28. সদ্যোজাত শব্দের সন্ধিবিচ্ছেদ -সদ্যঃ + জাত।
  29. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত নাট্যগীতি।
  30. দীনবন্ধু মিত্রের নীলদৰ্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
  31. কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত কালাে বরফ' উপন্যাসের বিষয়বস্তু- ১৯৪৭ সালের দেশভাগ।
  32. বাংলা সাহিত্যে 'সাহিত্যসম্রাট' হিসেবে পরিচিত- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

English

  • We must not be late, else we will miss the trains.' This is a- compound senteńce.
  • Verb of 'Number is-Enumerate.
  • In English grammar,- deals with formation of sentences. – Syntax.
  • The correct passive form of 'You must shut these doors.' is-These doors must be shut.
  • The film was directed in the director's usual– style.– idiosyncratic.
  • Harm : Damage' is the pair of words like– Injure : Incapacitate.
  • In the 18th Century the Mughal Empire began to-.–-disintegrate.
  • Being fat does not necessarily kill you, but it- the risk that you will suffer from nasty diseases. -increases.

  • Education is enlightening. Here 'enlightening' is-A participle. 
  • The word 'omnivorous' means- eating all types of food.
  • He worked with all sincerity. The underlined phrase is a/an-adverbial phrase.

Literature
  • Othello is a Shakespeare's play about-A Moor.
  • The play 'Arms and the Man' is written by-George Bernard Shaw.
  • Riders to the Sea is-a one-act play.
  • David Copperfield is a/an- novel. -Victorian.
  • Shakespeare's Measure for Measure' is a successful-. – comedy.
  • The Romantic Age in English literature began with the publication of-Preface to Lyrical Ballads.
  • "The Sun Also Rises' is a novel written by-Ernest Hemingway.
  • Restoration Period in English literature refers to-1660.
  • Biographia Literaria was written by-S.T. Coleridge.
  • The repetition of consonant sounds at the beginning of words is known as-Alliteration.
  • The play 'Volpone' is written by-Ben Jonson.
  • "Gerontion' is a poem by– T.S. Eliot.


Synonyms

  • Precarious– Insecure 
  •  Castigate- Punish 
  •  Aneedote- Story
  • Exonerate- Acquit 
  •  Perturb- Worry 
  • Incredulous- Unreliable
  • Assiduity- Steadfastness
  • Obstinate- Stubborn
  • Impermeable- Impenetrable.

Antonyms

  • - Pure- Adulterated 
  • Equivocal-Unambiguous 
  •  Embargo-Allow 
  • Dormant- Dynamic
  •  Vertex- Trough 
  • Exonerate-Convict 
  •  Protract- Curtail
  • Enthusiasm- Indifference.

Idioms and Phrases

  • In black and white- In writing 
  • Carry the day- To be victorious 
  •  Prima facie -At the first sight 
  • Break the ice-Make someone feel comfortable.

Spellings

  • Dauber, Haughty, Beachcomber,
  • Decisive, Ceaseless, Chauffeur,
  • Apprentice, Guillotine, Humorous,
  • Equanimity, Hindrance.

Translation

  • তাঁর কোনাে জোরালাে রাজনৈতিক আদর্শ - He has no political axe to grind.
  • তাহারা আসিতে রাজী হইল না- They refused to come.
  • সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল- He found himself at his wit's end.
  • টাকায় টাকা আনে- Money begets money.
Disqus Comments